ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গতকাল ৩রা ফেব্রুয়ারী পর্যন্ত তারা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলামের নিকট মনোনয়ন পত্রগুলো দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী এডঃ গোলাম মনসুর নান্নু, জাতীয় পার্টির প্রার্থী মির্জা আলী আহম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান মোল্যা ও মির্জা ইমরুল কায়েস।