রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর সমর্থনে পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দার পূর্বপাড়ার জনগণের আয়োজনে নির্বাচনী পথসভা গতকাল ১০ই ফেব্রুয়ারী সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দার পূর্বপাড়ায় অনুষ্ঠিত হয়। সভায় মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু প্রমুখ বক্তব্য রাখেন।