ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশা মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
  • মোক্তার হোসেন
  • ২০২১-০২-১১ ১৪:২৭:৫৬
পাংশা মহিলা কলেজে গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় কলেজ জিবি’র সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা মহিলা কলেজে গতকাল ১১ই ফেব্রুয়ারী সকালে শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় করেছেন কলেজ জিবি’র সভাপতি ও স্বাচিপ সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান।

  তিনি বলেন, জাতি শিক্ষকদের নিকট থেকে মানবিক ও শিক্ষকসুলভ আচরণ আশা করে। মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি প্রত্যেক শিক্ষককে কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জনের গুরুত্বারোপ করে বলেন, কলেজে কম্পিউটার ল্যাব রয়েছে। যাদের ঘাটতি রয়েছে তাদের নিয়মিত ল্যাবে কম্পিউটার চর্চার পরামর্শ দেন তিনি। শিক্ষার গুণগত মানোন্নয়ন, কলেজ ক্যাম্পাসে শিক্ষার মনোরম পরিবেশ বজায় রাখার গুরুত্বারাপ করে সকলকে করোনা ভ্যাকসিন গ্রহণের আহবান জানান প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান। 

  মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলুসহ কলেজ জিবি’র সদস্য ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ