ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
বিমা দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-০৩-০১ ১৩:৫২:৪২

জাতীয় বিমা দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

  জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১লা মার্চ সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পচিালক মোঃ বাকাহীদ হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান ও সোনালী ব্যাংকের রাজবাড়ী আঞ্চলিক কার্যালয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন লিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ জাতীয় বিমা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং মৃত্যু ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ পেতে বীমা করার আহ্বান জানান। 

  আলোচনা পর্বের শেষে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

গুলশান থানার গণি হত্যা মামলায় রাজবাড়ীর সাবেক দুই এমপি ও সাবেক বিচারক আসামী
 রাজবাড়ী রেল স্টেশন থেকে অজ্ঞাত বক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে ঈদুল ফিতরের পর বাড়ছে সব ধরণের সবজির দাম
সর্বশেষ সংবাদ