ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
করোনার সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর পর্যটন স্পট গোদার বাজারে মোবাইল কোর্টের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-১৫ ১৮:১২:২০

কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র তত্ত্বাবধানে গতকাল ১৫ই মে বিকাল ৫টায় শহরের পর্যটন স্পট খ্যাত গোদার বাজার ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আইন অমান্য করায় ও স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় ৩টি মামলায় ৩জনকে ৮০০ টাকা জরিমানা করা হয়।
  এছাড়াও এ সময় জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতন করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ হতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
  মোবাইল কোর্টে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও রাজবাড়ী সদর থানা পুলিশ সদস্যদের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
  নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার জানান, জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে। তিনি সরকারী নির্দেশনা মেনে চলাসহ মাস্ক পরিধান করতে সকলের প্রতি আহবান জানান।
 

রাজবাড়ীতে নবম বাংলা উৎসবের দ্বিতীয় দিনে গুণীজন সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
রাজবাড়ী পুলিশের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ সংবাদ