ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
২৩শে মে পর্যন্ত ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চলবে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-১৬ ১৫:৩৪:৩০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধি নিষেধ আগামী ২৩শে মে পর্যন্ত বাড়ানো হয়েছে। 

  এর সঙ্গে সমন্বয় রেখে ব্যাংকের লেনদেন সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। লেনদেন-পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

  গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে আদেশ জারি করেছে।

  কেন্দ্রিয় ব্যাংক এক আদেশে উল্লেখ করেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনার আলোকে ১৬ই মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা ছিল। কিন্তু সরকার আজ চলমান বিধি নিষেধ আগামী ২৩শে মে পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে। এর প্রেক্ষিতে আগামী ২৩শে মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

  এদিকে ঈদের পর আজ প্রথম কার্যদিবসে ব্যাংকে গ্রাহকের তেমন চাপ ছিল না। স্বাভাবিক লেনদেন চলেছে। ব্যাংকগুলোতে গ্রাহকদের সাথে ব্যাংকারদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।

দেশের ব্যাংকিং ব্যবস্থায় কোন তারল্য সংকট নেই
বাংলাদেশের এলডিসি উত্তরণ : স্থিতি সুরক্ষায় ১১শত কোটি টাকা বিনিয়োগ করবে সুইজারল্যান্ড
বাংলাদেশ সর্বাধিক রেমিটেন্স গ্রহণকারী ৮ম দেশ ঃ আইওএম
সর্বশেষ সংবাদ