ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ী পৌরসভার উত্তর ভবানীপুর সার্বজনীন অক্ষয় কালী মন্দিরের নতুন কমিটির অনুমোদন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-১৯ ১৭:০০:১৭

আগামী ২বছরের জন্য রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর ভবানীপুর এলাকার সার্বজনীন অক্ষয় কালী মন্দিরের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

  গত ৬ই জুন সংগঠনের প্যাডে এই কমিটির অনুমোদন দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস। 

  সার্বজনীন অক্ষয় কালী মন্দিরের নতুন কমিটিতে সভাপতি গোপাল চন্দ্র পাল, সহ-সভাপতি জীবন কৃষ্ণ দাস, নারায়ণ চন্দ্র ঘোষ, ভোলা নাথ ঘোষ, সুশীল চন্দ্র শীল, তপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক দেবব্রত দে বাদল, সহ-সাধারণ সম্পাদক শিখা রানী নাগ, শিশির কুমার দে, মানিক চন্দ্র মন্ডল, কানাই চন্দ্র ঘোষ, গণেশ চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা, কাত্তিক চন্দ্র ঘোষ, নিমাই চন্দ্র ঘোষ, রিপন চন্দ্র মন্ডল , জয়ন্ত কুমার দাস , হিসাব রক্ষক খোকন কুমার কুন্ডু, হরিবাসর সম্পাদক ভৈরব কুমার মন্ডল, নারায়ণ চন্দ্র ঘোষ, কানাই চন্দ্র ঘোষ, বিষ্ণু কুমার কুন্ডু, শান্ত কুমার কুন্ডু, তরুন কুমার কুন্ডু তপু, চানিক কুমার মন্ডল, দিপ কুমার নাগ, তির্থ কুমার কুন্ডু, সদস্য বলাই চন্দ্র ঘোষ, তপন মন্ডল, চন্দন ঘোষ, লক্ষণ কুমার শীল, নিতু কুমার কুন্ডু ও হরশিত কুমার পোদ্দার। 

  সার্বজনীন অক্ষয় কালী মন্দিরের নতুন কমিটির সাধারণ সম্পাদক বাদল দে বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে এই মন্দিরের জন্য কাজ করতে চাই। সকলের যদি সহযোগিতা থাকে তাহলে নিশ্চই আমরা আরো ভালোভাবে মন্দিরটি পরিচালনা করতে পারবো। আমরা কমিটিতে আসার পরে জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মন্দিরের জন্য ১লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। সেই টাকা দিয়ে এই মাসের মধ্যে মন্দিরের দ্বিতীয় তলা বিশিষ্ট ভবন নির্মানের কাজ উদ্বোধন করা হবে।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ