ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীর তিনটি পৌরসভার কাউন্সিলরদের পৌরসভা প্রশাসন অবহিতকরণ প্রশিক্ষণ শুরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-১৯ ১৭:০০:৪০

রাজবাড়ী জেলার ৩টি পৌরসভার কাউন্সিলরদের ২দিনব্যাপী ‘পৌরসভা প্রশাসন অবহিতকরণ’ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। 

  গতকাল ১৯ই জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) এবং জেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ কোর্স শুরু হয়। 

  এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন এনআইএলজি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর। 

  জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে স্থানীয় সরকারের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ মাহবুর রহমান শেখ বক্তব্য রাখেন।

  প্রশিক্ষণে জেলার রাজবাড়ী, গোয়ালন্দ ও পাংশা পৌরসভার মোট ৩৬ জন কাউন্সিলর অংশগ্রহণে ‘‘পৌরসভা প্রশাসন অবহিতকরণ’’ প্রথম দিনের কোর্সটি সমাপ্ত হয়। 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ