ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
গোয়ালন্দে বিকাশের দোকানের গ্রিল কেটে চার লাখ টাকা চুরি
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৬-১৯ ১৭:০২:২৬
গোয়ালন্দ বাজারে বিকাশ এজেন্টের দোকানের জানালার গ্রিল কেটে নগদ টাকা ও ষ্মার্ট ফোন চুরি হযেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারে বিকাশ এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের জানালার গ্রিল কেটে প্রায় চার লাখ টাকা, একটি বিক্রয়যোগ্য নতুন ষ্মার্ট ফোন চুরি করে নিয়ে গেছে।

  গত ১৮ই জুন দিনগত রাতে গোয়ালন্দ বাজারে বিকাশ এজেন্টের দোকান আফজাল ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে।

  চুরি যাওয়া দোকানের মালিক আফজাল জানান, তিনি গত শুক্রবার দোকানে আসেননি। তার ছোট ভাই সারাদিন দোকান করে রাতে নগদ প্রায় চার লাখ টাকা দোকানে ক্যাশের মধ্যে রেখে বাসায় যান। পরদিন(আজ) শনিবার সকালে ছোট ভাই প্রতিদিনের মতো দোকানে এসে দেখে দোকানের পিছনের জানালা খোলা ও গ্রিল কাটা। পরে দেখে ক্যাশের মধ্যে থাকা নগদ টাকা ও একটি ষ্মার্ট ফোন নেই। 

  চুরি যাওয়া দোকানের মালিক আফজাল হোসেন বিষয়টি গোয়ালন্দ থানাকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই ব্যবসায়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

  ঘটনাস্থল পরিদর্শনে আসা গোয়ালন্দ থানার এসআই মিনহাজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ