ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
লকডাউনে গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে ২২জনের জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৭-০৬ ১৫:৪০:১৮
করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় গোয়ালন্দে ২২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় গোয়ালন্দে ২২জনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
  গতকাল ৬ই জুলাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাদের মুখে মাস্ক না রেখে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অভিযোগে মোট ২২ জনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো অনেককে সতর্ক করা হয়।
  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন অঞ্চালে দোকানে অভিযান পরিচালনা করে ২২ জনকে ৪হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ