ঢাকা সোমবার, জুলাই ৭, ২০২৫
গোয়ালন্দে করোনা নিয়ে সচেতনতা সৃষ্টিতে মসজিদে পুলিশের প্রচারণা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২১-০৭-০৯ ১৫:৩৩:৫৬
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মসজিদে গতকাল শুক্রবার জুম্মার নামাজের খুতবার আগে জনসচেতনতামূলক প্রচারণা চালায় এক পুলিশ কর্মকর্তা -মাতৃকণ্ঠ।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে উপস্থিত মুসুল্লিদের সাথে জনসচেতনতামূলক বিষয়ক প্রচারণা চালিয়েছে গোয়ালন্দ ঘাট থানায় দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণ।

  বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান বিপিএম-পিপিএম(বার) এর নির্দেশক্রমে গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে গোয়ালন্দ ঘাট থানার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণ এ জনসচেতনতামূলক প্রচারণা চালান।

  গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার(এসআই) মোঃ জাকির হোসেন জানান, করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান বিপিএম-পিপিএম(বার) এর নির্দেশক্রমে জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে করোনা ভাইরাস সম্পর্কে থানার বিট অফিসারগন সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন। তাছাড়া সবাইকে করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেন।

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
পাংশা উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দৌলতদিয়ায় পবিত্র আশুরা পালিত
সর্বশেষ সংবাদ