ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বর্ষার প্রস্তুতি ঃ নৌকা তৈরীতে ব্যস্ত গোয়ালন্দের কারিগররা
  • হেলাল মাহমুদ
  • ২০২১-০৭-০৯ ১৫:৩৫:৪৬
বর্ষা মৌসুমে নৌকা তৈরীতে ব্যস্ত সময় পার করছে গোয়ালন্দ পৌরসভার ১নম্বর ওয়ার্ড মাষ্টারপাড়া এলাকার কারিগররা -মাতৃকণ্ঠ।

বর্ষা মৌসুমে চরাঞ্চলের মানুষের চলাচল ও মাছ ধরার কাজে ব্যবহার করা হয় কাঠের তৈরী বিভিন্ন ধরনের ছোট-বড় নৌকা। 

  বর্ষায় গ্রামাঞ্চলে নৌকা ছাড়া যেন কোন কাজই করা সম্ভব নয়। আর তাই এসব নৌকা কিনতে যেতে হয় নৌকা তৈরীর কারিগরদের কাছে। বর্তমানে দিনরাত এসব কারিগররা ব্যস্ত সময় পার করছেন। 

  কয়েকজন নৌকা কারিগর জানান, কাঠ মিস্ত্রি হয়ে আমরা কাঠের কাজ করলেও বর্ষা মৌসুমে নৌকা কেনার ক্রেতা আমাদের কাছে আসে বেশি। বাড়িতে গরুর ঘাস কাটা, একস্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একমাত্র নৌকা ছাড়া কোনো বিকল্প নেই। 

  সরেজমিন গতকাল শুক্রবার গোয়ালন্দ পৌরসভার ১নম্বর ওর্য়াড মাষ্টার পাড়া এলাকায়  গিয়ে কারিগরদের নৌকা তৈরীর কাজ করতে দেখা যায়।

  ঢাকা-খুলনা মহাসড়কের মরা পদ্মা এলাকার পাশের বাসিন্দা হালিম কাজী বলেন, পানি বেড়ে যাওয়ার কারণে ধানও পাট আনার জন্য নৌকার প্রয়োজন পড়ে। ১০ হাজার ৫শত টাকা দিয়ে একটা নতুন ছোট নৌকা বানিয়েছি বর্ষা মৌসুমে নৌকা আমাদের একমাত্র সম্বল  বলে জানান তিনি।

  দৌলতদিয়ার পদ্মা নদীর কুশাহাটার এলাকার বাসিন্দা ইকবাল বলেন, পদ্মার পানি যেভাবে প্রতিদিন বাড়ছে তাতে খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি-ঘর ডুবে যাবার উপক্রম হয়েছে। তাই বাড়ি থেকে বের হওয়ার জন্য ১২হাজার টাকা একটা নৌকার অর্ডার দিয়েছি। দ্রুত নৌকাটি হাতে পাবো  বলে জানান তিনি।   

  গোয়ালন্দ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা নৌকা  প্রস্তুতকারী কাঠ মিস্ত্রি রবি সূত্রধর বলেন, বাজারে আমরা কাঠের কাজ করলেও কঠোর লকডাউনে বাজার এখন বন্ধ রয়েছে। তাই বাড়িতে বসে নৌকার ত্রেতাদের কাছ থেকে  ছোট বড় ৫টি নৌকা অর্ডার পেয়েছি। তাই নৌকা তৈরী করার  কাজে এখন খুব ব্যস্ত সময় পার করছি।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ