ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালুখালী উপজেলায় করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে উপজেলা ছাত্রলীগ
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৭-১১ ১৫:৩০:২৬

করোনা মহামারিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে অসহায় দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রলীগ। 

  তারই ধারাবাহিকতায় কালুখালী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা মানুষের সেবা দেওয়ার জন্য ‘‘হ্যালো কালুখালী ছাত্রলীগ বলছি’’ নামে একটি সংগঠন তৈরি করেছে। এই সংগঠনের মাধ্যমে গত ৫ই জুলাই থেকে ২৪ ঘন্টায় যে কোন সময় ফোন দিলেই মিলছে খাদ্য সামগ্রী, ঔষুধ ও করোনার সুরক্ষা সামগ্রী। 

  রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুলের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী, ঔষুধ ও করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়।

  কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক সাগর মন্ডল জানান, চলমান লকডাউনে সারা দেশের মত কালুখালী উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষ অসহায় হয়ে পড়েছে। তাদের কথা ভেবে আমরা ‘হ্যালো কালুখালী ছাত্রলীগ বলছি’ প্রোগ্রামটা হাতে নিয়ে সমাজের অসহায় দুস্থদের সাহায্য করে যাচ্ছি। আমরা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুলের সহযোগিতা নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এই কার্যক্রম করোনা মহামারি পর্যন্ত চলমান থাকবে বলেও তারা জানান।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ