আজ শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হচ্ছে কঠোর ‘লকডাউন’। গতকাল ২২শে জুলাই দুপুর থেকেই ঢাকাগামী কর্মমুখী যাত্রীদের ভিড় বাড়তে থাকে দৌলতদিয়া ঘাটে।
ঢাকায় ফিরতে যাত্রীদের মধ্যে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গেছে। জানতে চাইলে ঢাকামুখী অধিকাংশ যাত্রীরাই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আরও দুই/একদিন পর থেকে লকডাউন দিতে পারতো সরকার। ঈদের পরের দিনই ছুটতে হচ্ছে ঢাকায়। শুক্রবার খোলা থাকলেও ধীরে-সুস্থ্যে যাওয়া যেতো।
দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ঢাকামুখী যাত্রীদের ভিড় শুরু হয়েছে। সকালের দিকে ঘাট এলাকায় ঢাকাগামী তেমন যাত্রীর চাপ ছিল না। দুপুরের পর থেকেই উপচে পড়া ভিড়। লঞ্চে যাত্রী এবং ফেরীতে যাত্রীবাহী ছোট যানবাহনের চাপ রয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরী ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত নদী পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যাত্রীবাহী যানবাহন।
ফেরী ঘাট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরী চলাচল করছে। নৌরুটে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। বেশিরভাগই প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটর সাইকেল। এ নৌরুটে স্রোত বেশি থাকায় ফেরী চলাচলে সময় বেশি লাগছে। ফলে ঘাটে গাড়ির চাপ বেশি।
ঢাকাগামী যাত্রী মোকলেছুর রহমান বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে আবারো কঠোর লকডাউন শুরু হচ্ছে। দুপুরের খাবার খেয়েই রওনা দিয়েছি। আসলে খুব তাড়াহুড়া পড়ে গেছে। ঈদের আগের দিন এসেছি। আবার পরের দিনই যেতে হচ্ছে।
আরেক যাত্রী মোঃ কামরুল হাসান বলেন, গাজীপুর যাবো। দুপুরে বাড়ি থেকে বের হয়েছি। ঘাটে প্রচুর ভিড় রয়েছে।
এদিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে কোনো স্বাস্থ্যবিধির বালাই নেই। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের কথা থাকলেও লঞ্চে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করে জানান।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে কর্মস্থলমূখী যাত্রীদের ভিড় বেড়েছে ঘাটে। তবে এখনো ঘরমুখী যাত্রীদের চাপ রয়েছে। এখন উভয়মুখী চাপ ঘাট এলাকায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরী ঘাটের ম্যানেজার মোঃ শিহাব উদ্দিন বলেন, দুপুরের পর থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। এছাড়া সকাল থেকে ঘরমুখো যাত্রীদের চাপও রয়েছে। বর্তমানে যানবাহন ও যাত্রী পারাপারের জন্য এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরী চলাচল করছে।