রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন নৌ পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা রিংকু (৩৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
গত ২৮শে জুলাই রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিংকু গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডল পাড়ার নিকবর শেখের ছেলে।
রাজবাড়ী ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন নৌ পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মাদক নিয়ে একজন মাদক বিক্রেতা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করি। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে গতকাল ২৯শে জুলাই গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর আসামীকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।