ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৮-০৫ ১৪:২৮:৫০

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

  এ উপলক্ষে গতকাল ৫ই আগস্ট উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

  পরে উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ প্রপার হাই ষ্কুল চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা যুব কর্মকর্তা মোঃ দেওয়ান তোফায়েল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন।

  সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফকির আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুজ্জল, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ রেজা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম ও উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ফকির প্রমুখ বক্তব্য রাখেন।

  এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা রোপন ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ