রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জেলা মৎস্য অফিসার জয়দেব পালকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ৯ই আগস্ট দুপুরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, উপজেলা সফল মৎস্য চাষী ও মৎস্যজীবী সমবায় সমিতির যৌথ আয়োজনে তাকে ফুলের তোড়া দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বালিয়াকান্দি বহরপুর ইউনিয়নের বহরপুর মৎস্যজীবী সমবায় সমিতির কার্যালয়ে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব ও বহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খানের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) মোঃ আাব্দুল মান্নাফ ও সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক বক্তব্য রাখেন।
এ সময় ফিল্ড এ্যাসিসটেন্ট মোঃ রাওফুর মোরসালিন, সফল মৎস্যজীবী মনিরুজ্জামান সাগর, বিনয় কুমার বিশ^াস ও আলাউদ্দিন আল আজাদসহ মৎস্য চাষী ও মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।