রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ চত্বরে গতকাল ২২শে আগস্ট সকালে গ্রাম পুলিশের(দফাদার ও মহল্লাদার) সাপ্তাহিক হাজিরা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল রবিবার সকাল ১১টায় গ্রাম পুলিশের সাপ্তাহিক হাজিরা সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বাল্যবিয়ে, মাদক ও অপরাধ প্রবণতা রোধে গ্রাম পুলিশের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ প্রবণতা রোধে জনসচেতনতা সৃষ্টিসহ নিজ নিজ এলাকায় সতর্ক থাকার গুরুত্বারোপ করেন তিনি।