ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত
  • মোখলেছুর রহমান
  • ২০২১-০৮-২৪ ১৪:২৮:৫৬

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় গতকাল ২৪শে আগস্ট সকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটর সাইকেল চালক ও আরোহীসহ ২জন নিহত হয়েছে। 

  নিহতরা হলো- নীলফামারী জেলার সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরীর ছেলে সুজিত চৌধুরী(৩০) ও ফুলচাঁন রায়ের ছেলে বিমল রায় (৩১)।

  জানা গেছে, নিহত সুজিত চৌধুরী ও বিমল রায় গতকাল মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক হয়ে নীলফামারীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাজবাড়ী থেকে তারা কুষ্টিয়ায় যাওয়ার পথে বোয়ালিয়া মোড় এলাকায় পৌছে ব্রীজ মেরামতের জন্য রাস্তা বন্ধের খুঁটি সাথে তাদের দ্রুতগতির মোটর সাইকেলের প্রচন্ড ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে নিহত হয়। ধারণা করা হচ্ছে চোখে ঘুম ও বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় দ্রুতগতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটি সাথে ধাক্কা খায়। 

  পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ লিয়াকত আলী জানান, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ২জনের মরদেহ উদ্ধার করা করে। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ