ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে নতুন আরো ১৮ জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-২৪ ১৪:২৯:৪৬

 রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

  গতকাল ২৪শে আগস্ট সন্ধ্যায় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ। এরমধ্যে সদর উপজেলার ৭জন, পাংশায় ৩জন, কালুখালীতে ৪জন ও গোয়ালন্দ উপজেলায় ২জন করে করোনায় আক্রান্ত হয়েছে। 

  উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে গতকাল ২৪শে আগস্ট পর্যন্ত এ জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ১৬১জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৯ হাজার ৫৬ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।

  করোনা শুরু থেকে এ পর্যন্ত ৩৭ হাজার ৬ শত ২২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরে ২৬ হাজার ২ শত ২৩ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১১ হাজার ২ শত ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১১ হাজার ৩ শত ৯০ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়। 

  করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১হাজার ১২জন এবং হাসপাতালে ভর্তি আছে ২২ জন ।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ