হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম (বিপিএম, পিপিএম) বলেছেন, মহাসড়কটি হচ্ছে দ্রুত গতির যানবাহন চলাচলের জন্য। মহাসড়কে ধীর গতির যান অর্থাৎ থ্রি-হুইলার চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মহামান্য হাইকোর্টের নিদের্শেনা রয়েছে যে মহাসড়কে কোন থ্রি-হুইলার চালানো যাবেনা। এজন্য সড়ক দুর্ঘটনা রোধে সমাজের সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে মহাসড়ককে অবৈধ থ্রি-হুইলার মুক্ত করতে হবে।
গতকাল ৩০শে সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানা চত্ত্বরে আয়োজিত কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসপি বলেন, দরিদ্র থ্রি-হুইলার চালকদের গাড়ি আটকে রাখতে বা মামলা দিতে আমাদেরও খারাপ লাগে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আগে জীবন, তারপর জীবিকা। প্রয়োজনে থ্রি-হুইলার চালকদের ইতিবাচক বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মহাসড়কে মাদক, চোরাচালান ও চাঁদাবাজী নির্মূল করতে আমরা বদ্ধ পরিকর। আমাদের কোন পুলিশ সদস্যও যদি অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাহলে তাকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা।
মহাসড়কে মাদক, চোরাচালান, সড়ক দুর্ঘটনা, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি রোধসহ শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান পুলিশ সুপার হামিদুল আলম।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ; মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’-এই স্লোগানকে সামনে রেখে মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দুর্ঘটনা রোধ এবং মহাসড়কে শৃংখলা বজায় রাখতে এই সমাবেশের আয়োজন করে আহলাদিপুর হাইওয়ে পুলিশ।
সমাবেশে অন্যান্যের মধ্যে মোস্তফা মেটাল ইন্ড্রাস্ট্রিজের পরিচালক মোঃ সেলিম মুন্সি, রাজবাড়ী জেলা আওয়ামী মোটরচালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, শহীদওহাবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ শাহিন খান, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশীদ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় আহলাদিপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নারায়ণ চন্দ্র দেব, উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলাউদ্দিন, জিল্লুর রহমান, আসিফ ইকবালসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সার্জেন্ট জয়ন্ত সরকার।