ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
রাজবাড়ীর উদয়পুর ও কল্যাণপুর এলাকার ২টি ইট ভাটাকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-০৭ ১৩:৩৬:৫৬
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর ও আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার ২টি ইট ভাটাকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

পরিবেশ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর ও আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার ২টি ইট ভাটাকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
   গতকাল ৭ই নভেম্বর পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা’র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহারের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ এর সংশ্লিষ্ট ধারায় উদয়পুরের মেসার্স সনি ব্রিকসের মালিক মকিম খান এবং কল্যাণপুরের এস.এ.আর ব্রিকসের মালিক ইউসুফ আলী মিয়াকে এই জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এছাড়াও তাদেরকে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। 

 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ