ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর উদয়পুর ও কল্যাণপুর এলাকার ২টি ইট ভাটাকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-০৭ ১৩:৩৬:৫৬
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর ও আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার ২টি ইট ভাটাকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

পরিবেশ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর ও আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার ২টি ইট ভাটাকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
   গতকাল ৭ই নভেম্বর পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা’র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহারের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ এর সংশ্লিষ্ট ধারায় উদয়পুরের মেসার্স সনি ব্রিকসের মালিক মকিম খান এবং কল্যাণপুরের এস.এ.আর ব্রিকসের মালিক ইউসুফ আলী মিয়াকে এই জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এছাড়াও তাদেরকে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ