রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের নিকটবর্তী বাংলাদেশ হ্যাচারী এলাকা থেকে পুলিশ ৪০ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা মোঃ রাসেল (৪৩)কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২রা ডিসেম্বর রাতে গোয়ালন্দ থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের কারবালা বামর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসির আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে। গতকাল ৩রা ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।