ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দৌলতদিয়া ঘাটে ফেরী থেকে নদীতে পড়ে যাওয়া যাত্রীর লাশ ফরিদপুর থেকে উদ্ধার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-০৯ ১৪:৩৬:৫২
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরী থেকে পড়ে যাওয়া বৃদ্ধ বাসযাত্রী মোজাফফর হোসেন নান্নুর লাশ ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরী থেকে পড়ে যাওয়া মোজাফফর হোসেন নান্নু (৬৫) নামে এক বৃদ্ধ বাসযাত্রীর লাশ ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছে। 

  নিহতের বাড়ী কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ফুলতলা এলাকায়। গত ৮ই ডিসেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে দৌলতদিয়ার ৫ নং ফেরী ঘাট এলাকায় ফেরীর পকেট থেকে পদ্মা নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। গতকাল ৯ই ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকা থেকে সেখানকার নৌ-পুলিশ তার লাশ উদ্ধার করে।

  নিহতের স্বজন দেলোয়ার হোসেন জানান, তিনি এবং তার খালু মোজাফফর ও তার বড় মেয়ে বাসযোগে ঢাকায় যাচ্ছিলেন। দৌলতদিয়ার ৫নম্বর ফেরী ঘাট দিয়ে তারা ফেরীতে ওঠেন। এ সময় তার খালু বাস থেকে নেমে ফেরীর পকেট গেটের সামনে গিয়ে দাঁড়ান। কিছুক্ষণ পর ফেরী ছাড়ার সময় ঝাঁকিতে পল্টুনের সাথে ধাক্কা লেগে তিনি পানিতে পড়ে যান।

  দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, খবর পেয়ে তারা গোয়ালন্দ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সাথে স্পিডবোটে তল্লাশী শুরু করেন। কিন্তু রাতে তার কোন সন্ধান পাওয়া যায়নি। সকাল থেকে ফায়ার সার্ভিসের সাথে পুনরায় উদ্ধার কাজ শুরু করে  দুপুর পর্যন্ত চালানো হয়। কিন্তু তাতেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মা নদীর ফরিদপুর সিএন্ডবি ঘাট এলাকা হতে সেখানকার নৌ-পুলিশ নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে আমাদেরকে খবর দেয়। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ