ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
গোয়ালন্দের উজানচর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২১-১২-২২ ১৩:২৮:৩৭
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যগণ গতকাল ২২শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। 

  গতকাল ২২শে ডিসেম্বর দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মামুন এবং নবনির্বাচিত ও বিদায়ী ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। 

  আলোচনাকালে নবনির্বাচিত চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, সবার সহযোগিতায় উজানচর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার করবো। ইউনিয়ন পরিষদের কোন ঘুষ-চাঁদাবাজী চলবে না। মাদক, বাল্য বিবাহসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। 

  উল্লেখ্য, তৃতীয় ধাপে গত ১১ই নভেম্বর উজানচর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ