আগামী ৫ই জানুয়ারী পাংশা উপজেলার ১০টি ইউপির নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন ইউপিতে নৌকার সমর্থনে নির্বাচনী গণসংযোগ করছেন।
তারই ধারাবাহিকতায় গতকাল ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় কলিমহর ইউপির হোসেনডাঙ্গা বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিলকিস বানুর নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী গণসংযোগ করেছেন নেতৃবৃন্দ।
জানা যায়, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নিতাই কুমার বিশ্বাসের সমন্বয়ে প্রতিনিধি দল কলিমহর ইউপির নির্বাচনে নৌকার সমর্থনে গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে কলিমহর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মাছপাড়া কলেজের উপাধ্যক্ষ কিশোর কুমার দাসের সভাপতিত্বে হোসেনডাঙ্গা বাজারে নির্বাচনী মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা আব্দুল আল মাসুদ বিশ্বাস, ওহাব মন্ডল, সুব্রত কুমার দাস সাগর, উত্তম কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বকুল, আমিরুল ইসলাম মিয়া এছাড়া কলিমহর ইউপির পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে বিধান চন্দ্র বিশ্বাস, নরেন্দ্র মজুমদার, দিনোবন্ধু মন্ডল ও অজিৎ কুমার রায় প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বিপুল ভোটে নৌকা জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থাপনা করেন কলিমহর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টার।
অনুষ্ঠানে কলিমহর ইউপির আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিলকিস বানু, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, ফিরোজ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলিমহর ইউপির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিলকিস বানু উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতীকে ভোট চান।