ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
বালিয়াকান্দির পল্লী বন্ধু সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বুলুর ইন্তেকাল
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১২-২৯ ১৪:১১:২৮

বালিয়াকান্দি উপজেলার এনজিও পল্লী বন্ধু সংস্থার নির্বাহী পরিচালক ও সাংবাদিক রুহুল আমিন বুলু(৬১) আর নেই।

  গতকাল ২৯শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। 

  বহরপুর ইউনিয়নের চরগুয়াদহ গ্রামের মৃত হাজী সাত্তার মোল্লার ছেলে রুহুল আমিন বুলু বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনের খবর নামের একটি পত্রিকা ও জি নিউজ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি ছিলেন।

  তার অকাল মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন গভীর শোক প্রকাশ করাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ