ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রাজবাড়ীর আহ্লাদীপুর মাদ্রাসার ৪তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-০৫ ১৫:২৯:১৯
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৫ই জুলাই আহ্লাদীপুর দাখিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের পর মোনাজাত করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৫ই জুলাই বিকালে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহ্লাদীপুর দাখিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
  এ সময় অন্যান্যের মধ্যে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউজ্জামান খান বাবু, সুপার গোলাম মোস্তফা, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুন্সি আব্দুল জব্বার, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শাহিন খান, সাধারণ সম্পাদক নাজমুল হক ও ভবন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাজিন ইন্টারন্যাশনাল (জেভি)’র প্রোপাইটর মীর মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ফলক উন্মোচনের পর মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 
  উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান ৩ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ১৩ টাকা ব্যয়ে মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবনটি নির্মাণ করবে। 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ