ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
জাতীয় মৎস্য সপ্তাহে রাজবাড়ীতে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-২০ ১৫:২৫:০৯
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে রাজবাড়ী জেলা পর্যায়ে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ (২১-২৭শে জুলাই) উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা পর্যায়ে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
  গত ১৬ই জুলাই সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন জেলা কমিটির সভায় এসব কর্মসূচী চূড়ান্ত করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। 
  ৭ দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ঃ ১ম দিন আজ ২১শে জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজবাড়ী পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাইকিং ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের ব্যাপক প্রচারণা; ২য় দিন ২২শে জুলাই সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক দিলসাদ বেগম কর্তৃক রাজবাড়ী সরকারী কলেজের পুকুর পাড় ও জেলা প্রশাসকের বাসভবনের পুকুর পাড়ে মাছের পোনা অবমুক্তকরণ; ৩য় দিন ২৩শে জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন হাট-বাজার ও খাল/নদী/মোহনায় মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা; ৪র্থ দিন ২৪শে জুলাই সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কালীচরণপুর গ্রামে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা; ৫ম দিন ২৫শে জুলাই সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন; ৬ষ্ঠ দিন ২৬শে জুলাই সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি চর আড়কান্দির বদ্ধ জলমহালের মৎস্য চাষী/সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ এবং ৭ম দিন ২৭শে জুলাই সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ