ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ পালন
  • শামীম হোসেন
  • ২০২২-০৩-০৭ ১৩:৪৩:০৭
পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।
  এ উপলক্ষ্যে গতকাল ৭ই মার্চ সকালে প্রথমে পাংশা উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচারের পর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও পাংশা থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ