রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাজার রোডে ইলেকট্রনিক্স কোম্পানী মার্সেল-এর শোরুমে মাসব্যাপী কিস্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৮ই মার্চ সকাল ১০টার দিকে এই কিস্তি মেলার উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল। এ সময় পৌরসভার মহিলা কাউন্সিলর সাহেদা আক্তার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জামাল উদ্দিন, মার্সেল শোরুম ঐশী এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন প্রিন্স ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ ও রাহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঐশী এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন প্রিন্স বলেন, জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ব্যবহারের সহজ সুযোগ করে দিতে এই কিস্তি মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এই মেলা চলাকালে গ্রাহকদের নানা সুবিধা দেয়া হবে।