ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
গোয়ালন্দ থেকে অপহৃত কলেজ ছাত্রী আশুলিয়া থেকে উদ্ধার॥১জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-০৮ ১৫:০২:০৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন থেকে অপহৃত এক কলেজ ছাত্রী (১৮)কে ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার এবং মামলার প্রধান আসামী আশিক শেখ (২০)কে পুলিশ গ্রেফতার করেছে।
  গতকাল ৮ই এপ্রিল ভোরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল আশুলিয়ায় অভিযান চালিয়ে কলেজ ছাত্রীকে উদ্ধার এবং আশিক শেখকে গ্রেফতার করে। উদ্ধারকৃত কলেজ ছাত্রী রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। 
  অপরদিকে, গ্রেফতারকৃত আশিক শেখ একই ইউনিয়নের(ছোট ভাকলা) চর বরাট গ্রামের মোস্তফা শেখের ছেলে। এর আগে গত ২২শে মার্চ ছোট ভাকলা ইউনিয়নের মোল্লা পাড়া কবরস্থানের সামনে থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে তার পিতা বাদী হয়ে আশিকসহ কয়েকজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল আশুলিয়ায় অভিযান চালিয়ে কলেজ ছাত্রীকে উদ্ধার এবং আশিক শেখকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আশিককে আদালতে সোপর্দ করা হয়। 

 

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ