ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশায় দুটি সেতুর রেলিং ভেঙ্গে ফেলায় ঝুঁকি নিয়ে যান চলাচল
  • শামীম হোসেন
  • ২০২২-০৪-১৯ ১৪:৩৭:৩৮

নির্মাণাধীন আরেকটি সেতুর কাজে ব্যবহৃত ভারী মেশিন নেয়ার জন্য রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লাঙ্গলবাঁধ সড়কের ২টি সেতুর রেলিং ভেঙ্গে ফেলা হয়েছে। এতে ওই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। 

  সেতু ২টির মধ্যে ১টি পাংশা পৌরসভার মৈশালা রঘুনাথপুর এলাকায় এবং আরেকটি মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামে অবস্থিত। লাঙ্গলবাঁধ সড়কটি পার্শ্ববর্তী মাগুরা, ঝিনাইদহের শৈলকূপা, যশোরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ জন্য সড়কটি দিয়ে প্রতিদিন অটোরিক্সা, ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান, নসিমন, করিমনসহ শত শত যানবাহন চলাচল করে। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। 

  এ ব্যাপারে এলজিইডি’র পাংশা উপজেলা প্রকৌশলী জাকির হাসান বলেন, গড়াই নদীর উপর দিয়ে আরেকটি সেতু নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন সেতুটির পাইলিংয়ের কাজের জন্য এই সড়ক দিয়ে বড় মেশিন নেয়া হয়েছে। সে জন্য সেতু ২টির রেলিং ভাঙ্গা হয়েছে। নির্মাণাধীন সেতুটির পাইলিং করতে আরও এক থেকে দেড় মাস সময় লাগবে। পাইলিংয়ের কাজ শেষ হলে মেশিন ফেরত পাঠিয়ে সেতু ২টির ভেঙ্গে ফেলা রেলিং ঠিক করে দেয়া হবে।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ