বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৮ই মার্চ সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি বাসন্তী স্যানাল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।