ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
পাংশায় রাস্তার জায়গা সংক্রান্ত বিরোধে দুই পরিবারের সংঘর্ষে ১৪ জন আহত
  • শামীম হোসেন
  • ২০২২-০৫-০৮ ১৪:৫৭:০১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে গতকাল ৮ই মে সকালে রাস্তার জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী ২টি পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

  এতে উভয় পরিবার ও আশপাশের ১৪ জন আহত হয়েছে। এক পক্ষের আহতরা হলো-ইব্রাহিম প্রামানিক(৭০), তার স্ত্রী হামিদা বেগম(৬০), দুলাল প্রামানিক(৬০), তার স্ত্রী মাজেদা বেগম(৫০), তাদের ২ ছেলে  সুজন প্রামানিক(২৬) ও ইমন প্রামানিক(২০), রুস্তম প্রামানিকের স্ত্রী পারভীন বেগম(৩৫) ও বাবর আলীর স্ত্রী সুলতানা খাতুন(৩০)। 

  অপর পক্ষের আহতরা হলো-নূরুল ইসলাম প্রামানিক(৬৫), তার স্ত্রী হাজেরা খাতুন(৫৫), তাদের ছেলে ওসমান আলী(৩০), রওশন প্রামানিকের ছেলে আব্দুল খালেক প্রামানিক(৩৩) ও আরশেদ প্রামানিকের ছেলে আব্দুল মালেক প্রামানিক(২৮)। তাদের মধ্যে ইব্রাহিম প্রামানিক, হামিদা বেগম ও পারভীন বেগম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

  পাংশা থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনহত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ