রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে গতকাল ৮ই মে সকালে রাস্তার জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী ২টি পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পরিবার ও আশপাশের ১৪ জন আহত হয়েছে। এক পক্ষের আহতরা হলো-ইব্রাহিম প্রামানিক(৭০), তার স্ত্রী হামিদা বেগম(৬০), দুলাল প্রামানিক(৬০), তার স্ত্রী মাজেদা বেগম(৫০), তাদের ২ ছেলে সুজন প্রামানিক(২৬) ও ইমন প্রামানিক(২০), রুস্তম প্রামানিকের স্ত্রী পারভীন বেগম(৩৫) ও বাবর আলীর স্ত্রী সুলতানা খাতুন(৩০)।
অপর পক্ষের আহতরা হলো-নূরুল ইসলাম প্রামানিক(৬৫), তার স্ত্রী হাজেরা খাতুন(৫৫), তাদের ছেলে ওসমান আলী(৩০), রওশন প্রামানিকের ছেলে আব্দুল খালেক প্রামানিক(৩৩) ও আরশেদ প্রামানিকের ছেলে আব্দুল মালেক প্রামানিক(২৮)। তাদের মধ্যে ইব্রাহিম প্রামানিক, হামিদা বেগম ও পারভীন বেগম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পাংশা থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনহত ব্যবস্থা গ্রহণ করা হবে।