ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বেশী দামে ভোজ্য তেল বিক্রি করায় দৌলতদিয়ার ৪ দোকানীর জরিমানা
  • আবুল হোসেন
  • ২০২২-০৫-১৪ ১৪:৪৬:৫৮

বেশী দামে ভোজ্য তেল বিক্রি করায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের ৪জন দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
  গতকাল ১৪ই মে দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 
  অভিযানকালে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশী দামে ভোজ্য তেল বিক্রিসহ নকল কসমেটিক্স পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দৌলতদিয়া বাজারের আলাউদ্দিন স্টোরকে ৫হাজার টাকা, উমর আলী স্টোরকে ২হাজার টাকা, জব্বার স্টোরকে ২হাজার টাকা ও আমিন স্টোরকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্বার স্টোরের পিছনের দিকে লুকিয়ে রাখা ১লিটারের ২কার্টন (২৪ বোতল) সয়াবিন তেল জব্দ করে স্থানীয়দের কাছে পূর্বের রেটে বিক্রি করা হয়। এর পাশাপাশি হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ