রাজবাড়ী জেলা ছাত্রদলের আয়োজনে গতকাল ২৩শে মে বিকালে জেলা বিএনপি কার্যালয়ের হলরুমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে সমাবেশে সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম-আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা রাসেল আহাম্মেদ, লিখন, রিপন মিয়া, সোহেল রানা, লিমন জামাল, সরদার শরিফুল, রাসেল, পারভেজ, জামিল, আলমগীর, মধু নাজির, রক্সী, ইমরাম, সুমন, শামিম, গাফফার, এস.এম মামুন, পূণম মিদা, প্যারিস, রাকিব প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ কটুক্তি ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশী হামলা-মামলা, ছাত্রদল নেতা জাসামকে গুম করার অপচেষ্টা ও সারা দেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদ এবং অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।