রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের মহারাজপুরে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মহারাজপুর মতুয়া কমিটির উদ্যোগে গতকাল ২৬শে মে দুপুরে মহারাজপুরের গ্রামের সুজিত মন্ডলের বাড়ীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলার চরপোটরা, পাঁচপোটরা, বন্যতৈল, জঙ্গল, চাপরি, ঘুরঘুরিয়া, মহারাজপুর, ঢোলজানী, সাধুখালী, ধুরানগর, বনগ্রাম, মাশালিয়া, গাবুরদিয়া, ডুমাইন, মাগুরা, চামটা, ইশালবাড়ী ও বকচরের ১৮টি দল ডাংকা, নাগরা, খঞ্জনীসহ বিভিন্ন সরঞ্জামাদী বাজিয়ে হরি ঠাকুরের নাম করতে করতে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও এই মতুয়া সম্মেলনকে কেন্দ্র করে গ্রামীণ মেলা বসে।