ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গোয়ালন্দের উজানচর ইউপিতে ৪ কোটি টাকার বাজেট ঘোষণা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-৩১ ১৫:০৩:০৬
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদে গতকাল ৩১শে মে দুপুরে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
  গতকাল ৩১শে মে দুপুরে উজানচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা সভাপতিত্বে ও ইউপি সচিব ইব্রাহিম সরদারের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মোহাম্মদ শরীফ, মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছু মন্ডল, এডঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক বেলায়েত হোসেনসহ ইউপি সদস্যগণ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
  বাজেটে ৩ কোটি ৯৯ লক্ষ ৯০ হাজার ৬শত টাকা আয়, ৩ কোটি ৯৯ লক্ষ ৬০ হাজার ৬শত টাকা ব্যয় ও ৩০ হাজার টাকা উদ্ধৃত্ত ধরা হয়েছে।

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ