রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা ও জাহাঙ্গীর আলম বাবু’র নেতৃত্বে গতকাল ১৪ই জুন বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে গোয়ালন্দ মোড়ের আল মদিনা হোটেলের মালিককে ৭হাজার টাকা, মা হাইওয়ে রেঁস্তোরার মালিককে ২হাজার টাকা, সুপার স্টার হোটেলের মালিককে ৩হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলের মালিককে ৩হাজারসহ ৪টি হোটেলের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং রাজবাড়ী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।