ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
বালিয়াকান্দির নারুয়ায় গড়াই নদীর ভাঙ্গন রোধে বেড়ীবাঁধ নির্মাণ শুরু
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৬-১৪ ২৩:১৪:৫৭
গড়াই নদীর ভাঙ্গন রোধে বালিয়াকান্দি উপজেলার মরাবিলা-কোনাগ্রাম এলাকায় গতকাল ১৪ই জুন সকালে বেড়ীবাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা -মাতৃকণ্ঠ।

গড়াই নদীর ভাঙ্গন রোধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা-কোনাগ্রাম এলাকায় বেড়ীবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। 
  গতকাল ১৪ই জুন সকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা এই বেড়ীবাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করেন। 
  এ সময় নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম.এ শামীম, সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রনি, নারুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর প্রসাদ বিশ্বাস ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 
  পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গড়াই নদীর ভাঙ্গন রোধে নারুয়া ইউনিয়নের মরাবিলা-কোনাগ্রাম এলাকায় ৩৮ লাখ টাকা ব্যয়ে ৮০০ মিটার বেড়ীবাঁধ নির্মিত হবে। এছাড়াও মরাবিলা এলাকার ৮০ মিটার এলাকা জুড়ে ২১৩টি টিউব ব্যাগ ও ৪৮০টি জিও ব্যাগ ফেলা হবে।

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ