ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
পাংশায় পদ্মার চরের চীনা বাদাম তুলতে ব্যস্ত চাষীরা
  • শামীম হোসেন
  • ২০২২-০৬-২২ ১৬:২৫:৩৭
পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউপির পদ্মা নদীর চরে আবাদকৃত চীনা বাদাম তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে আবাদকৃত চীনা বাদাম তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। 
  পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে অনেক ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরা আগেভাগেই বাদাম তুলে ফেলছেন। গতকাল ২২শে জুন দুপুরে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। 
  কৃষক আনসার আলী সরদার বলেন, গত এক সপ্তাহে নদীতে অনেক পানি বৃদ্ধি পেয়েছে। এখনো পানি বাড়ছে। তাই বাদাম তুলে ফেলছি।
  কৃষক আমজাদ হোসেন বলেন, ১০ বিঘা জমিতে বাদামের চাষ করেছি। তার মধ্যে ৩-৪ বিঘা জমির বাদাম পানিতে তলিয়ে গেছে।
  কৃষক আজিজ শেখ বলেন, নদীতে যেভাবে পানি বাড়ছে তাতে ৪-৫ দিনের মধ্যেই চরের সব ফসল তলিয়ে যাবে।
  কৃষক আব্বাস আলী বলেন, এবার অনেক বেশী দামে বাদাম কিনে লাগাতে হয়েছে। অন্যান্য বছরের তুলনায় ফলনও কম হয়েছে। দাম ভালো না পেলে আমাদের অনেক ক্ষতি হবে।
  পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে বেড়িবাঁধের ওপাড়ে চরের যে অংশ বন্যা কবলিত হয় সেই অংশে প্রায় ৭০০ হেক্টর জমিতে ফসল রয়েছে। বন্যার আভাস পাওয়ার সাথে সাথেই কৃষকদের অবগত করা হয়েছে। ইতিমধ্যে তারা প্রায় ৭০ ভাগ বাদাম তুলে ফেলেছে। আগামী ২/৩ দিনের মধ্যেই সব বাদাম তোলা হয়ে যাবে বলে তারা আশা করছেন।

পাংশায় মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট  টুর্নামেন্টে রাজবাড়ী ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন
গোয়ালন্দে ফসলি জমি থেকে মাটি বিক্রি॥মোবাইল কোর্টে জরিমানা
দৌলতদিয়া যৌনপল্লীর নারী-শিশুদের যৌনপেশায় আসার প্রধান কারণ দারিদ্রতা
সর্বশেষ সংবাদ