অনলাইন ভিত্তিক সংগঠন রাজবাড়ী সার্কেল কর্তৃক ‘মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২’ পাওয়ায় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমের প্রতিনিধি সোহেল মিয়া এবং সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব, স্থানীয় রিশা শিল্পী গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপজেলা শাখা কর্তৃক গতকাল ১৬ই জুলাই সকালে উপজেলা প্রেসক্লাবে তাদেরকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদানকালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-সম্পাদক তনু সিকদার সবুজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সদস্য আশরাফুল ইসলাম, রুবেল হোসেন মিয়া, অনিক সিকদার, রিশা শিল্পী গোষ্ঠীর গোলাম মর্তবা রিজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি আসিফ আল রেমন, কামরুল ইসলাম, মুকুল হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।