ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
পাংশায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ সেবা প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৭-২৬ ১৬:২৪:৪৩

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে গতকাল ২৬শে জুলাই মৎস্য চাষীদের বিশেষ সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

  এ উপলক্ষে উপজেলার বাবুপাড়া ইউপির ভুরকুলিয়া গ্রামে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানির পিএইচ পরীক্ষা করা হয়।

  জানা যায়, গতকাল রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর চতুর্থ দিনে ভুরকুলিয়া গ্রামে সমবেত ৩১ জন মৎস্যচাষীর ১২৮টি পুকুরের পানির পিএইচ পরীক্ষা করা হয়। একই সাথে মৎস্যচাষ বিষয়ক পরামর্শ প্রদান করা হয় সেখানে।

  এ সময় পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) খোন্দকার আবু বকর সিদ্দিক, গোয়ালন্দের সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সম্পা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ