চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, রেশনিং ব্যবস্থা চালু করাসহ শ্রমিক অধিকার আদায়ে রাজবাড়ী জেলা মজদুর ইউনিয়নের উদ্যোগে গতকাল ৩০শে জুলাই বিকালে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা মজদুর ইউনিয়নের আয়োজনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় থেকে লাল পতাকা মিছিল বের হয়ে রাজবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সম্পাদক মন্ডলীর সদস্য মওলা বক্স, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কাদের এবং ওয়ার্কার্স পার্টির সদস্য ও মজদুর ইউনিয়নের পরিচালক এনায়েত আলী এবং শ্রমিকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।