ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
বালিয়াকান্দিতে জাতীয় শোক দিবস পালনে উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৭-৩১ ১৪:৪৩:৪৯
বালিয়াকান্দিতে আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে গতকাল ৩১শে আগস্ট বিকালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আগামী ৫ই আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী, ৮ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ৩টি প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ৩১শে আগস্ট বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান  মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা ও বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন।
  সভায় নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশাহ আলমগীর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহম্মদ আলী, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বাসন্তী স্যান্যালসহ প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ