ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে জেলেদের তালিকা হালনাগাদ বিষয়ক কমিটির সভা
  • মনির হোসেন
  • ২০২০-০৮-০৭ ১৪:১৭:০১
কালুখালী উপজেলায় গত ৬ই আগস্ট জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

সারা দেশব্যাপী জেলেদের তালিকা হালনাগাদের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জেলেদের তালিকা হালনাগাদ বিষয়ক উপজেলা পর্যায়ের জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
  গত ৬ই আগস্ট বেলা ১২টায় কালুখালী উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলমের সভাপতিত্ব সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন ও সহকারী মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু প্রমুখ বক্তব্য রাখেন। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ