ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
কালুখালীতে জেলেদের তালিকা হালনাগাদ বিষয়ক কমিটির সভা
  • মনির হোসেন
  • ২০২০-০৮-০৭ ১৪:১৭:০১
কালুখালী উপজেলায় গত ৬ই আগস্ট জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

সারা দেশব্যাপী জেলেদের তালিকা হালনাগাদের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জেলেদের তালিকা হালনাগাদ বিষয়ক উপজেলা পর্যায়ের জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
  গত ৬ই আগস্ট বেলা ১২টায় কালুখালী উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলমের সভাপতিত্ব সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন ও সহকারী মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু প্রমুখ বক্তব্য রাখেন। 

বালিয়াকান্দিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ করলেন ব্যারিস্টার কাজী মানিক
শহীদওহাবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন মোবাইল কোর্টে ১জনের ৩দিনের কারাদন্ড
পাংশায় শিকলবন্দি দুই ভাই-বোনের জীবনের গল্প॥অর্থের টাকার অভাবে হচ্ছে না সুচিকিৎসা
সর্বশেষ সংবাদ