রাজবাড়ী জেলার পাংশা শহরের নাট্যালোক কার্যালয়ে গতকাল ৬ই আগস্ট বিকেলে স্বপন কুমার ভট্রাচার্য রচিত ‘স্বপ্নের শতদল’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও নাট্যালোক সভাপতি উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ‘স্বপ্নের শতদল’ কাব্যগ্রন্থের প্রধান আলোচক ছিলেন ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু। বিশেষ অতিথি হিসেবে পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও যশোরের সরকারী এমএম কলেজের সহকারী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মোহাম্মদ সবুর উদ্দিন।
অনুষ্ঠানে ‘স্বপ্নের শতদল’ কাব্যগ্রন্থের লেখক স্বপন কুমার ভট্টাচার্য, সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহম্মদ ফিরোজ হায়দার, এবাদত আলী শেখ, মোল্লা মাজেদ, বেনজির আহম্মদ ও রোকেয়া রহিম প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি উত্তম কুমার কুন্ডু পাংশার সাহিত্য-সংস্কৃতি চর্চার অতীত ঐতিহ্য ধরে রাখতে নবীন ও প্রবীণ লেখক-কবি-সাহিত্যিকদের যৌথ অথবা স্বরচিত লেখায় কাব্যগ্রন্থ প্রকাশের ধারা অব্যাহত রাখতে গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে লেখকদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ‘স্বপ্নের শতদল’ গ্রন্থের ১০টি কপি ক্রয় করে বইয়ের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উত্তম কুমার কুন্ডু।
অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য শিল্পী লিটু করিম, কাব্যপাড়ের সেতু গ্রন্থের লেখক মোঃ আবুল হাশেম, সন্ধ্যা রানী কুন্ডু, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, উত্তম মিত্র, তন্দ্রা বসু, সুমী খন্দকারসহ স্থানীয় লেখক-লেখিকাবৃন্দ উপস্থিত ছিলেন।