ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নতুন ১১৭ জনসহ রাজবাড়ী জেলায় মোট ১৫৯০ জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-০৯ ১৫:৫৮:১৫
নতুন করে আরও ১১৭ জনসহ রাজবাড়ী জেলায় গত ৮ই আগস্ট পর্যন্ত মোট ১হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

নতুন করে আরও ১১৭ জনসহ রাজবাড়ী জেলায় এ পর্যন্ত মোট ১হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।       
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গত ৮ই আগস্ট সন্ধ্যায় জেলার আরও ২৪৩ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ৫ ও ৬ই আগস্ট নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে ১১৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৭৪ জন, পাংশা উপজেলার ২৫ জন, কালুখালী উপজেলার ৩ জন, বালিয়াকান্দি উপজেলার ৮ জন ও গোয়ালন্দ উপজেলার ৭ জন রয়েছেন। 
  সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে মোট ৭ হাজার ২৭১ জনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার সবগুলোর রিপোর্টই এসে পৌঁছেছে। কোন রিপোর্ট পেন্ডিং নেই। আক্রান্তদের মধ্যে ৮৮৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৪ জন মারা গেছেন। এছাড়া ২৯ জন হাসপাতালে ভর্তি এবং ৬৬৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
  উল্লেখ্য, গত ৮ই আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ডাঃ মোঃ গোলাম মোস্তফা(৭৮), ফরিদা(৫৮), মাহমুদা(২৫), ইভা(২২), মোঃ আব্দুস সালাম, মোঃ আবু সাঈদ(৫৮), আব্দুস সাত্তার(৪০), তানভীর হোসেন(৩৯), হাশেম(৩৫), ইমুল হক(৫০), কাকলী খাতুন(৩২), ওজলুর রশিদ মিয়া(৩৮), জি.এম কামরুজ্জামান(৫৩), সুলতানা পারভীন(২৫), ওশানিও কুমার(৬০), ফারুক আহমেদ(৪৫), গোলাম মহিউদ্দিন(৬০), আজাদ(৪০), হুমায়ুন কবির(৪২), মহাদেব কর্মকার(৬৫), মাহমুদা(৭০), নাটাই সাহা(৪০), মনিরুদ্দিন(৫৪), আলমগীর(৫০), শরীফুজ্জামান(৪৫), চুন্নু খান(৪৮), মোঃ রাসেল উদ্দিন(৫২), মোঃ শাহীন শেখ(৩৫), আমেনা(৩৫), মানিক(৩৫), শামসুল হক(৭০), পরিমল কুমার সাহা(৬৮), সুয়াশ শীল(২৯), আব্দুল আজিজ(৬০), তপন কুমার পাল(৫০), টনি(৫০), ফারুক হোসেন(৫০), নাজমীন পারভীন(৪৮), নাবিল(১৪), ফাইজা(৭), মোঃ আঃ মালেক(৭৬), বেগম শামসুন্নাহার(৬৫), নিশিকান্ত বসু(৫২), রাহানা আক্তার(৫২), ওমর ফারুক(৩০), এজাজ আহমেদ(৩৫), সাদ্দাম হোসেন(২৯), রশিদুল হক(৪৯), আফরিম, জান্নাতুল(৬), মোঃ শাহীন মোল্লা(৪৬), মোঃ জিল্লুর রহমান(৪৩), প্রণব(৫৬), মোঃ নাজির উদ্দিন(৪২), আশিক সরকার(৩৬), তিথি(২১), মোঃ সাদেক মোল্লা(৩০), শরীফুল ইসলাম(৩৭), মোঃ খাইরুজ্জামান(৪০), সালেহা(৫৫), মোঃ হাসানুজ্জামান(৪০), নিমাই চন্দ্র(৫৭), আতিক(২০), সাইফুল ইসলাম(৫৫), গোলাম কবির(৬৫), মোসলিমা খাতুন(৪৭), রফিকুল(৪৫), ইমরান(২৮), সাজেদা(৪৫), মোঃ মকবুল হোসেন(৪২), মওলা সরদার(৫০), আকিব(৯), আবু সাইদ(৭৫), আমির(২৫), পাংশা উপজেলার দীপ কুন্ডু(২৪), রবিউল ইসলাম(৩০), মোঃ বাদশা মোল্লা(৩২), হাবিবুর রহমান(৫৯), কাজী ইউনুস(৮০), আব্দুস সাত্তার, সাকমল মন্ডল(৪০), মানি(১২), মাসুদা ইসলাম(৪২), আরিহা আক্তার জয়ী(২৪), মোঃ নাজমুল ইসলাম(২৪), হানিফ মন্ডল(৬০), মোবারক আলী(৫০), শরীফ খান শুভ(২১), চন্দ্র সেন(৪৮), সুদীপ্তা সেন(২৪), আব্দুল মোমিন(৫০), নাজিমুদ্দিন(২৬), আব্দুর রশিদ(৫০), চিন্ময় কুন্ডু(২৩), আবু হাসান(৫৫), ডাঃ শাহীনুর ইসলাম(২৭), তাপস ঘোষ(৪২), আফির শর্মা(৬৬), মোঃ শহিদুল ইসলাম(৩৮), শ্যামল সরকার(৫৫), গৌতম কুমার মিত্র(৫০), কালুখালী উপজেলার মোঃ ওশিয়ার রহমান(৪৬), কেসমত আলী দেওয়ান(৬৮), পারুল(২৮), শর্মিলা জাকির(৪০), মোঃ বকুল শেখ(৪২), গোয়ালন্দ উপজেলার শিল্পী(৪০), কলিন্স(২৬), মোঃ ইউনুস হোসেন(৪৬), সাবিনা ইয়াসমীন(৩৬), আব্দুল হক(৭০), পরিমল রায়(৫০), জাহানারা বেগম(৪০), বালিয়াকান্দি উপজেলার আব্দুল ওয়াদুদ(৪০), রথীন নাথ শর্মা(৩৫), মোঃ আজাদ আলী মন্ডল(৫৫), মোঃ কামরুজ্জামান(২৯), মোঃ শাহীন আল মাসুদ(৪৫), মোঃ জাহিদুল ইসলাম(৩৫), রেজাউল করিম(৩৫), বিধান বিশ্বাস(৩৮), ইছানুর রহমান রানা(২৮)।
  উল্লেখ্য, আক্রান্তদের মধ্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) ও বঙ্গবন্ধু পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ গোলাম মোস্তফা গত ৮ই আগস্ট রাত ৮টার দিকে ইন্তেকাল করেছেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ