ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে গোয়ালন্দের ৩টি মাংসের দোকানের জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-৩১ ১৪:৪৩:৫৯
পশু জবাই ও মাংস বিক্রির বিধি লঙ্ঘন করায় গোয়ালন্দ পৌর জামতলা ও দৌলতদিয়ার ৩টি মাংসের দোকানকে গতকাল ৩১শে আগস্ট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

পশু জবাই ও মাংস বিক্রির বিধি লঙ্ঘন করায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর জামতলা ও দৌলতদিয়ার ৩টি মাংসের দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ৩১শে আগস্ট সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাদেরকে উল্লেখিত জরিমানা করা হয়। গোয়ালন্দ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম ছরোয়ার খান ও পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ