ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে গোয়ালন্দের ৩টি মাংসের দোকানের জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-৩১ ১৪:৪৩:৫৯
পশু জবাই ও মাংস বিক্রির বিধি লঙ্ঘন করায় গোয়ালন্দ পৌর জামতলা ও দৌলতদিয়ার ৩টি মাংসের দোকানকে গতকাল ৩১শে আগস্ট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

পশু জবাই ও মাংস বিক্রির বিধি লঙ্ঘন করায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর জামতলা ও দৌলতদিয়ার ৩টি মাংসের দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ৩১শে আগস্ট সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাদেরকে উল্লেখিত জরিমানা করা হয়। গোয়ালন্দ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম ছরোয়ার খান ও পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ